বালাগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করলো হাসান ফাউন্ডেশন ইউকে
- আপডেট সময় : ০১:০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে
হাসান ফাউন্ডেশন ইউকে’র রমজান সামগ্রী বিতরণ
উপজেলার আত্ব সামাজিক উন্নয়নে পাশাপাশি এলাকার গরিব-দুঃখী মানুষের কল্যানে পরস্পরের সাহায্য-সহযোগিতা,দরিদ্রদের প্রতি, সহানুভূতি, মূলক কাযক্রম অব্যাহত রেখেছে এ সংগঠন হাসান ফাউন্ডেন ইউ‘কে। যার ধারাবাহিকতায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাশিরুল হাসান বশিরের তত্বাবধানে পবিত্র মাহে রমজানকে ঘিরে প্রতিবছরের ন্যায় সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগরের দুঃস্থ ও নিন্ম আয়ের পরিবারের মধ্যে প্রদান করা হয় ২৫০শত পরিবারে রমজান সামগ্রী ।
সোমবার (১১ মার্চ) সিলেটের বালাগঞ্জের নাশিওরপুর গ্রামের সুবিধা বঞ্চিত প্রায় ২৫০ শতাধিক পরিবারে মাঝে নিত্য প্রয়োজনীয় রমজান সামগ্রী বিতরণ করা হয়।ফ্যামেলি ফুড প্যাকের মধ্যে ছিল চাল, ডাল, চানা, খেজুর, লবণ, আলু, পেঁয়াজ, তৈল, রসুনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রিক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ গয়াছ মিয়া। সমাজসেবি রফাত উল্লা তালুকদারের সভাপতিত্বে ও হাসান ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি আঙ্গুর আলীর পরিচালনায় বক্তরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারন মানুষের কল্যাণে কাজের পাশাপাশি এলাকার সার্বিক কল্যানে হাসান ফাউন্ডেশন ইউ‘কে অবদান অপূরনীয়।সমাজের শ্রমজীবী খেটে খাওয়া সম্বলহারা মানুষের কথা চিন্ত করে প্রবাসী বাশিরুল হাসান ও তার পরিবারের সদস্যরা যে কোনো দূর্যোগে সয়াহতার হাত প্রসারিত রাখার পাশাপাশি প্রতি বছর ধারাবাহিক ভাবে পবিত্র রমজান মাসে দুই উপজেলার দরিদ্র পরিবারগুলোকে যেভাবে সাহায্য করে যাচ্ছেন তা প্রশংসনীয়। নিজ নিজ এলাকার উন্নয়নসহ দেশ ও সমাজের উন্নয়নে হাসান ফাউন্ডেশনের কর্ণদারদের মতো অসহায়দের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান তারা।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিতরনপূব সভায় হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সকল সদস্য দের সুস্থতা কামনা করে ও দেশ এবং জাতির মঙ্গল কল্যান চেয়ে দোয়া পরিচালনা করেন নশির পুর জামে মসজিদের ইমাম জনাব নেছার আহমেদ। রমজান মাসকে সামনে রেখে অনুষ্টানে এসে বিপুল পরিমান খাদ্য সামগ্রীর পেকেট হাতে পেয়ে দাতাদের জন্য মহান আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে দেখা যায় বৃদ্ধ অসহায় লোকজনকে।
বক্তব্য রাখেন,আলা উদ্দিন রিপন,ফাউন্ডেশনের বাংলাদেশের ইনচার্জ ইয়াওর আলী,হাফিজ নেছার আহমদ, হাফিজ মাহবুব হুসাইন, মিজানুর রহমান,ইয়াছিন মোহন মিয়া,রুশন মিয়া, দিদার মিয়া, আরও অনেকে।