সিলেট ফ্যাকো সেন্টারের পরিচালনায় ঝরনা তরুন সংঘের চক্ষু সেবা প্রদান

- আপডেট সময় : ০৮:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
নগরীর ঝর্ণার পার এলাকার ঝরনা তরুন সংঘের উদ্যোগে স্বল্প খরচে চক্ষু সেবা দান কার্যক্রমের আয়োজন করা হয়।
আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সিলেট ফ্যাকো সেন্টার এর সহযোগিতায় এই সেবাদানের উদ্বোধন করেন ঝরনা তরুন সংঘের সভাপতি আব্দুল মুমিন।
সিলেট ফ্যাকো সেন্টারের মেডিকেল অফিসার ডাঃ নূর মোঃ আব্দুল বাতেন মাওলা স্বল্প খরচে রোগীদের চক্ষু সেবা দান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি খালেদ আহমদ (মামুন), সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ, সাংগঠনিক সম্মাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মাহবুব আলম, অর্থ সম্পাদক আলী আফসর, সমাজ কল্যান সম্পাদক মাছুম আহমদ, ক্রীড়া সম্পাদক মো আরিফ, আব্দুছ ছালাম হানিফ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মনজুরুল আমীন, কার্যকরী সদস্য ইয়ামীন নাদিম, রুহিন আহমদ প্রিন্স প্রমূখ।
সকাল ১০টা বেলা ২টা পযর্ন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।
উদ্ভোধনকালে সংঘের সভাপতি আব্দুল মুমিন এলাকার পক্ষ থেকে এই মহৎ কার্যক্রম পরিচালনা করায় সিলেট ফ্যাকো সেন্টারকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে সংঘের পক্ষ থেকে এধরণের সেবাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছেন ।