মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা গাড়িকে পণ্যবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
মীরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িকে পণ্যবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন- পিকআপ ভ্যানচালক বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার হালুয়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪০), পাবনার ঈশ্বরদী উপজেলার বাবছুরা গ্রামের আজহার আলীর ছেলে আবদুর রহিম (৪২)।
জানা গেছে, সকালে উপজেলার নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখি লেনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িকে পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুজন ঘটনাস্থলেই মারা যায়।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিজামপুর এলাকায় দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।