দরিদ্র মানুষের সহায়তায় হাত বাড়ানো আমাদের দায়িত্ব : এমপি হাবিব
- আপডেট সময় : ০৬:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। শীতার্তদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার ও আহ্বান জানান তিনি।
তিনি বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ এমপি হাবিবুর রহমানের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো: ওসমানী আলীর সৌজন্যে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট মামুনুর রশীদ, মো. আলাউদ্দিন, মো. খলিলুর রহমান, মো. রবিন প্রমুখ।