‘কাচ্চিভাই রেস্টুরেন্ট’র অগ্নিকাণ্ডে নিহত লামিসার আর্তনাদ, `বাবা আমাদের বাঁচাও’..
- আপডেট সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চিভাই রেস্টুরেন্টে’ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে অগ্নিকাণ্ডে নিহত লামিসা ইসলামকে আজ শুক্রবার জুমার নামাজের পর ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে লামিসার মরদেহবাহী এম্বুলেন্সটি শহরের দক্ষিণ ঝিলটুলীর বাড়িতে আনা হয়। এ সময় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
পরে বাদ জুম্মা শহরের চকবাজার জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সদর আসনের সংসদ সদস্য এ কে আজাদ, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, ফরিদপুরের সাবেক পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক অরিফসহ অনেকে অংশ নেন।
লামিসা ইসলাম পুলিশের অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলাম শামীমের বড় মেয়ে এবং বুয়েটে মেকানিক্যাল বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঢাকার অফিসার্স ক্লাবে দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন বাবা নাসিরুল ইসলাম। মোবাইল ফোনে লামিসার বাবার কাছে আকুতি/ আর্তনাদ ছিল, `বাবা আমাদের বাঁচাও।’