৭ এপিবিএন এর অভিযানে ইয়াবাসহ বড়লেখায় ১জন আটক
- আপডেট সময় : ০৮:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
৭ এপিবিএন এর অভিযানে ইয়াবাসহ বড়লেখায় ১জনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনজুরুল আলম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক (নিঃ) অজিৎ কুমার মিত্র এর নেতৃত্বে গতকাল ৮ জুলাই রাত সোয়া ৯ টায় মৌলভীবাজারের বড়লেখার ১০নং দক্ষিণভাগ ইউনিয়নের কুখ্যাত মাদক সম্রাট সাহাব উদ্দিন এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেইসাথে সাহাব উদ্দিন (৪২)কে আটক করা হয়।
মিডিয়া সেল সূত্রে জানা যায়, আটককৃত সাহাব উদ্দিন (৪২), পিতা-মৃত আরাফাত আলী মেম্বার, সাং- দক্ষিণভাগ, ইউপি-১০নং দক্ষিণভাগ দক্ষিণ , থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে সে স্বীকার করে। তার বাড়ীতে প্রতিদিন মাদকাসক্তদের আসর বসতো বলে স্থানীয়ভাবে জানা যায়। তাকে গ্রেফতার করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
এসআই (নিঃ)/ মোঃ মেহেদী হাসান ঘটনার বিষয়ে বাদী হয়ে বড়লেখা থানায় এজাহার দায়ের করেন।