ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেট পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন যুব মহিলালীগ নেত্রী কেকার রহস্যজনক মৃত্যু ! মানববন্ধন কর্মসূচি স্থগিত: আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস সিলেটের কিশোর গ্যাং লিডার বুলেট মামুন সহ ৩ জন গ্রেফতার চামেলীবাগ প্রিমিয়ার লিগ ২০২৫-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত সড়ক উপদেষ্টার সঙ্গে সিলেটের ৩ কেন্দ্রীয় জামায়াত নেতার বৈঠক শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার কুখ্যাত “বুলেট মামুন” ও তার সহযোগী ০২ (দুই) জন গ্রেফতার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল এর উদ্যোগে প্রবারণা পূর্ণিমা উদযাপন সিলেটে যানজট নিরসনে টেকসই সমাধান: এনসিপির ২৭ দফা প্রস্তাবনা

সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে একজনের আত্মহত্যা

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে ফজল আমিন (৫৮) নামে এক হাজতি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ফজল আমিন সুনামগঞ্জের মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজল আমিন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার মো. শাখাওয়াত হোসেন আরও বলেন, ফজল আমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৩ আগস্ট সুনামগঞ্জ কারাগার থেকে তাকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে এক হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এর আগে, গত ৩ জুন একই কারাগারে ইউনুস আলী নামে আরেক হাজতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে একজনের আত্মহত্যা

আপডেট সময় : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে ফজল আমিন (৫৮) নামে এক হাজতি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ফজল আমিন সুনামগঞ্জের মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজল আমিন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার মো. শাখাওয়াত হোসেন আরও বলেন, ফজল আমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৩ আগস্ট সুনামগঞ্জ কারাগার থেকে তাকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে এক হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এর আগে, গত ৩ জুন একই কারাগারে ইউনুস আলী নামে আরেক হাজতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।