ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে কথা যায় না বলা শুধু বুঝা যায় লুন্টিত অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার পোশাক শ্রমিকদের উস্কানি দিয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কমলগঞ্জে শমশেরনগর হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না-পার্বত্য উপদেষ্টা ৪৮ ঘন্টার মধ্যে সিলেটে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে ব্যবসায়ীরা এলজিইডিই হচ্ছে গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর: স্থানীয় সরকার উপদেষ্টা বাজার ব্যবস্থাপনায় শূন্যস্থান পূরণ হয়েছে মাত্র, চাঁদাবাজি বন্ধ হয়নি: বাণিজ্য উপদেষ্টা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী তরুণদের এগিয়ে আসতে হবে- সৈয়দ তৌফিকুল হাদী

সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে একজনের আত্মহত্যা

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৮ বার পড়া হয়েছে

সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে ফজল আমিন (৫৮) নামে এক হাজতি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ফজল আমিন সুনামগঞ্জের মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজল আমিন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার মো. শাখাওয়াত হোসেন আরও বলেন, ফজল আমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৩ আগস্ট সুনামগঞ্জ কারাগার থেকে তাকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে এক হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এর আগে, গত ৩ জুন একই কারাগারে ইউনুস আলী নামে আরেক হাজতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে একজনের আত্মহত্যা

আপডেট সময় : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে ফজল আমিন (৫৮) নামে এক হাজতি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ফজল আমিন সুনামগঞ্জের মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজল আমিন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার মো. শাখাওয়াত হোসেন আরও বলেন, ফজল আমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৩ আগস্ট সুনামগঞ্জ কারাগার থেকে তাকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে এক হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এর আগে, গত ৩ জুন একই কারাগারে ইউনুস আলী নামে আরেক হাজতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।