সিলেটে ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ সাত জন জুয়ারী গ্রেফতার
- আপডেট সময় : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
সিলেটে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ সাতজন জুয়ারীকে গ্রেফতার করা হয়।
উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে ২১ মার্চ দিবাগত রাত অনুমান ১ টায় দক্ষিন সুরমার লালাবাজারের শাহ সিকন্দর এলাকার মকবুলের কলোনীর পরিত্যাক্ত কক্ষ থেকে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে এই সাতজন জুয়ারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: ১. মো: জলিল (৩৪), পিতা- মৃত আমিনুল হক, সাং- শাহ সিকন্দর, লালাবাজার, থানা- দক্ষিন সুরমা, ২. তোফাজ্জল আলী (৩৮), পিতা- মৃত ফয়েজ উদ্দিন, সাং- শাহ সিকন্দর, লালাবাজার, থানা- দক্ষিন সুরমা, ৩. মাসুক আলী (৫৫), পিতা: মৃত সৈয়দ আলী, সাং- হিলু রাজিবাড়ি, লালাবাজার, থানা- দক্ষিন সুরমা, ৪. সামসু মিয়া (৫৮), পিতা: মৃত মাহমুদ আলী, সাং- শাহ সিকন্দর, লালাবাজার, থানা- দক্ষিন সুরমা, ৫। শফিক আলী (৩৫), পিতা- মৃত গউছ আলী, সাং- শাহ সিকন্দর, লালাবাজার, থানা- দক্ষিন সুরমা, ৬. হরেন্দ্র সূত্রধর (৫৭), পিতা- মৃত হরেশ সূত্রধর, সাং- শেখ কদ্দুস সরকারী প্রাইমারী স্কুলের পাশে, গোয়ালাবাজার, থানা- ওসমানী নগর, ৭. নুরুল ইসলাম (৩০), পিতা- আলী আহমদ সাং- করসনা, ২ নং ওয়ার্ড, লালাবাজার, দক্ষিন সুরমা, বর্তমান- জুনুমিয়ার বাড়ি, পশ্চিম বাজার, লালাবাজার, থানা: দক্ষিন সুরমা।
এসএমপি মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতার করে দক্ষিন সুরমা থানার নন এফআইআর নং-৪৪, তাং-২২/০৩/২০২৪খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, অধীনে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।