ভাটেরা ডিগ্রি কলেজে শফিউল আলম চৌধুরী নাদেলের সংবর্ধনা
বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন- শফিউল আলম (নাদেল) এমপি
- আপডেট সময় : ০৮:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগ, মা-বোনের ত্যাগ আর তাদের রক্তঋণের কথা স্মরণ করে আমাদের প্রতিটি ক্ষণকে কাজে লাগাতে হবে, চালিয়ে যেতে হবে রক্তঋণ শোধের নিরলস প্রচেষ্টা। আমাদের শিক্ষাথর্ীদেরকে বিশ্বের উন্নত রাষ্ট্রের শিক্ষার্থীদেরদের সাথে প্রতিযোগিতার লক্ষে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
কুলাউড়া উপজেলার ভাটেরা ডিগ্রি কলেজের উদ্যোগে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজ ক্যাম্পাসে গতকাল সোমবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি আ.স.ম. কামরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যরিস্টার জাহাঙ্গীর হোসেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, যুক্তরাজ্যের নিউ সিটি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. নূরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, দাতা সদস্য সৈয়দ ইলিয়াস খছরু, অবসরপ্রাপ্ত শিক্ষক এ.কে.এম.মতিউর রহমান, দাতা সদস্য জুবায়ের সিদ্দিকী সেলিম, শিক্ষানুরাগী উমেদ আলী ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাইদুল ইসলাম ও গীতা পাঠ করেন সাবিত্রি বর্মন দীপা।
ড. মো. মশিউর রহমান আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহধন্য শফিউল আলম নাদেল তার সততা নিষ্ঠা, সাহসিকতার মাধ্যমে আরো অনেক দূর এগিয়ে যাবেন, আমরা এই বিশ্বাস করি।
সংবর্ধনার জবাবে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতি হিসেবে আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এই ধারাবাহিকতায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া কুলাউড়াকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি ভাটেরা ডিগ্রি কলেজের উন্নয়নে শিক্ষানুরাগী ড. নূরুল ইসলামসহ প্রবাসী ও দেশে অবস্থানকারীদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।