শিরোনাম ::
নবনির্বাচিত অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
নবনির্বাচিত অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় খন্দকার মুক্তাদির সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সুদক্ষ নেতৃত্বে সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকতা আরো গতিশীল হবে, সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়েনে বলিষ্টভূমিকা থাকবে, সমাজের সকল অসঙ্গতি গণমাধ্যমে উঠে আসবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।