সিলেটে ডিবি অভিযানে ভারতীয় চিনি ও একটি কার্গো ট্রাকসহ দু’জন গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৫৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার লালাবাজারের ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সের সামনে বিশ্ব রোড থেকে ২৬৮ বস্তা ভারতীয় চিনি আটক করে।
অভিযানে কাজল আলী (৩০) সাং- চন্ডিপুর, ছত্রজিতপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ, মো. বাবু @ সাদ্দাম (৩০) সাং- জাহাঙ্গীরপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে আসামীদের হেফাজত হতে ২৬৮ বস্তা ভারতীয় চিনি (যার অনুমান মূল্য ষোল লক্ষ আট হাজার টাকা) ও পরিবহন কাজে ব্যবহৃত হলুদ রংয়ের কার্গো ট্রাক যাহার রেজি. নং-ঢাকা মেট্রো ট-২২-৩৯৪৬ (যার অনুমান মূল্য ৪০,০০০০০/- (চল্লিশ লক্ষ টাকা) জব্দ করা হয়।
উক্ত ভারতীয় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত হলুদ রংয়ের কার্গো ট্রাক যাহার রেজি. নং-ঢাকা মেট্রো ট-২২-৩৯৪৬ মূল্য অনুমান ৪০,০০০০০/- (চল্লিশ লক্ষ) টাকা পেয়ে জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে এসএমপির দক্ষিন সুরমা থানায় মামলা নং-১১, তারিখ-১৮.০১.২০২৪ খ্রি. ধারা-The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) রুজু করা হয়েছে।
তথ্যসূত্র: এসএমপি মিডিয়া সেল