সিলেটে চাঁদাবাজির অভিযোগে বহিস্কৃত যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধব গ্রেফতার

- আপডেট সময় : ০১:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সিলেটে চাঁদাবাজির অভিযোগে বহিস্কৃত যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করেছে।
সিলেট মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা জয়দীপ চৌধুরী মাধব (৩৫) কে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় গতকাল ২ মার্চ গ্রেফতার করা হয়।
এসএমপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে নগরীর জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে হকার কাজল মিয়া (৫০) কে জয়দীপ চৌধুরী মাধব (৩৫) এর নেতৃত্বে সিএনজিতে করে অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬৫০০ টাকা চাঁদা আদায় করে। আরও ৩০০০০ টাকা চাঁদা দাবি করে এবং তাকে কিল ঘুষি লাথি মেরে জখম করে। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়। এই ঘটনায় হকার কাজল মিয়া (৫০) বাদী হয়ে জয়দীপ চৌধুরী মাধব (৩৮) সহ ৭/৮ জন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে জয়দীপ চৌধুরী মাধব (৩৫) কে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।