রাজধানীতে বাড়িওয়ালার গাড়িচাপায় নিহত হলেন সিকিউরিটি গার্ড
- আপডেট সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
রাজধানীর ফার্মগেটে বাসার গেটের সঙ্গে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়ীওয়ালার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে অভিযুক্ত বাড়ির মালিক ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা বলে জানা গেছে।
নিহত ওই সিকিউরিটি গার্ডের নাম ফজলুল হক। তার গ্রামের বাড়ি নেত্রকোনায়। ঘটনার পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নিজ গাড়িচালকের সঙ্গে রাগারাগি করে ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম নিজেই গাড়ি চালাতে গিয়ে দরজার পাশে থাকা দারোয়ানকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই ফজলুল হকের মৃত্যু হয়।
বাসার ভেতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাড়ির মেইন গেটে দাঁড়িয়ে ছিলেন দারোয়ান ফজলুল হক। ওই সময় ড্রাম কাঁধে লুঙ্গি ও গেঞ্জি পরিহিত এক ব্যক্তি গেটের ভেতরে ঢুকার পর ভেতরের দিকে যান। পরে দারোয়ান ফজলুল হক গেট বন্ধ করে ভেতর থেকে দরজার ফাঁকা অংশ দিয়ে বাইরে তাকিয়ে ছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই দ্রুতগতিতে সাদা রঙের একটি প্রাইভেট কার সজোরে দারোয়ান ফজলুল হককে ধাক্কা দিয়ে স্টিলের গেট ভেঙে বাইরে চলে যায়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়েছে। বিষয়টি দুর্ঘটনা নাকি হত্যা, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।