প্রবাসী হাজী বাবুল আলী’র পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
বিশ্বনাথ উপজেলার শাহজির গাঁও সারেং বাড়ীতে যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলী’র পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে গরিব অসহায় দারিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
মোহন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান বলেন, গরিব বিপন্ন মানুষকে বাঁচাতে বিত্তবানদের মানবিক দায়িত্ব পালন করে যেতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও জানান, যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলী’র পক্ষ থেকে শুরু হতে যাওয়া রমজানে মানুষ যেন কষ্টে না থাকেন, হাজী বাবুল আলীর পরিবারের উদ্দেগ্যে দীর্ঘদিন যাবত মানবকল্যাণে এলাকার হতদরিদ্র, প্রান্তিক ও সাধারণ মানুষকে নানা ধরনের সহযোগিতা প্রদান করে আসছেন। আগাম বন্যায় কৃষকের ফসলহানিসহ যেকোন দুর্যোগ ও মানবিক সংকটে তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে পরম বন্ধুর মতো সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।
৮ মার্চ ২০২৪ শুত্রবার বিকেল তিন টায় এ গরীব অসহায় দারিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছানা, পিয়াজ, লবন, খাজুর, আধা, রসুন বিতরণ করেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান ।
প্রায় পাঁচশত মানুষের মধ্যে রমজান সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শাহ্ আসাদুজ্জামান সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মোঃ ফারুক আহমেদ,প্রমূখ।