ব্যানিয়ান ব্রিটিশ স্কুলের সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর সম্পন্ন
- আপডেট সময় : ০৭:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
সিলেট নগরীর কুমারপাড়া ঝরনারপারস্থ ব্যানিয়ান ব্রিটিশ স্কুল কর্তৃক সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা সফর ও র্যাফেল ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৪ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমার জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল প্রধান জেড. এফ. লিমি চৌধুরীর সভাপতিত্বে এবং একাডেমিক কো-অডিনেটর মারুফ মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর মোঃ এম এ এস রুহেল, স্কুল কনসালটেন্ট রোটারিয়ান মোঃ সাবের চৌধুরী, শিক্ষক শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন জান্না আক্তার, রুপা বেগম, শারমিন, সাদিয়া চৌধুরী, সানজিদা হক আঞ্জুম, শারমিন বেগম, মাহবুবা সুলতানা, ফাতেমা আক্তার, খাদিজা, রাহাত হোসেন চৌধুরী, সালওয়া ফাতেমা, আব্দুর রহমান আরহাম প্রমুখ।
সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষা সফর ও র্যাফেল ড্র আয়োজন করা হয়। শিক্ষা সফরে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। পরে স্কুল প্রধান উপস্থিত সবার প্রতি অনুষ্ঠান সফল করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।