ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে কথা যায় না বলা শুধু বুঝা যায় লুন্টিত অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার পোশাক শ্রমিকদের উস্কানি দিয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কমলগঞ্জে শমশেরনগর হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না-পার্বত্য উপদেষ্টা ৪৮ ঘন্টার মধ্যে সিলেটে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে ব্যবসায়ীরা এলজিইডিই হচ্ছে গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর: স্থানীয় সরকার উপদেষ্টা বাজার ব্যবস্থাপনায় শূন্যস্থান পূরণ হয়েছে মাত্র, চাঁদাবাজি বন্ধ হয়নি: বাণিজ্য উপদেষ্টা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী তরুণদের এগিয়ে আসতে হবে- সৈয়দ তৌফিকুল হাদী

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

মোঃ আবুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নাঈম (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।

শনিবার বেলা ১১টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৩৮৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত নাঈম আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত নাঈম ও স্থানীয়রা জানান, বাংলাদেশের অভ্যন্তরে নিজস্ব কৃষি জমিতে কাজ করতে যান ওই গ্রামের কয়েকজন কৃষক। এসময় ভারতীয় বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আহত হন নাঈম।

পরে অন্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় নাঈমের সঙ্গে থাকা ব্যক্তিরা জানান, হঠাৎ দেখা মাত্র গুলি করেছে। নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আজ গুলিতে আহত হতে হয়েছে। ভাগ্য ভালো মারা যায়নি। এসব বন্ধ করা হোক। না হলে কৃষক বাচঁতে কীভাবে।

গুলিবিদ্ধ যুবকের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো আজ শনিবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন নাঈম। এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য গুলি ছোড়েন। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আমজানখোর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আকালু (ডংগা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ করেই বিএসএফ সদস্যরা হিংস্র হয়ে উঠেছেন। এমনটা আগে হয়নি সীমান্ত এলাকায়।’

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রকিবুল হাসান চয়ন বলেন, ‘পায়ের হাড় ভেঙে গেছে নাঈমের। তবে গুলি পাওয়া যায়নি। সার্জারি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

আপডেট সময় : ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নাঈম (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।

শনিবার বেলা ১১টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৩৮৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত নাঈম আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত নাঈম ও স্থানীয়রা জানান, বাংলাদেশের অভ্যন্তরে নিজস্ব কৃষি জমিতে কাজ করতে যান ওই গ্রামের কয়েকজন কৃষক। এসময় ভারতীয় বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আহত হন নাঈম।

পরে অন্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় নাঈমের সঙ্গে থাকা ব্যক্তিরা জানান, হঠাৎ দেখা মাত্র গুলি করেছে। নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আজ গুলিতে আহত হতে হয়েছে। ভাগ্য ভালো মারা যায়নি। এসব বন্ধ করা হোক। না হলে কৃষক বাচঁতে কীভাবে।

গুলিবিদ্ধ যুবকের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো আজ শনিবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন নাঈম। এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য গুলি ছোড়েন। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আমজানখোর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আকালু (ডংগা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ করেই বিএসএফ সদস্যরা হিংস্র হয়ে উঠেছেন। এমনটা আগে হয়নি সীমান্ত এলাকায়।’

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রকিবুল হাসান চয়ন বলেন, ‘পায়ের হাড় ভেঙে গেছে নাঈমের। তবে গুলি পাওয়া যায়নি। সার্জারি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।