প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, হাত-পা বেঁধে যুবকের ‘বিশেষ অঙ্গ’ কর্তনের চেষ্টা !
- আপডেট সময় : ০৩:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম আবু বকরের। প্রায় পাঁচ মাস আগে দেশে ফিরে আসেন ওই প্রবাসী। এরই মধ্যে পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রীকে জিজ্ঞেস করেন শাহজাহান মিজি নামে ওই প্রবাসী। তবে বিষয়টি অস্বীকার করেন তার স্ত্রী। একপর্যায়ে স্ত্রীকে দিয়ে ফোন করে ডেকে নেন আবু বকরকে । পরে তাকে পাশের বিলে নিয়ে হাত-পা বেঁধে ‘বিশেষ অঙ্গ’কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় আবু বকরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান ওই প্রবাসী।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের নইমুদ্দিন মিজিবাড়িতে।
স্থানীয়রা জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার প্রেম ছিল আবু বকরের। তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর ৪-৫ মাস আগে দেশে ফিরে আসেন। এরই মধ্যে পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রীকে জিজ্ঞেস করেন ওই প্রবাসী। তবে বিষয়টি অস্বীকার করেন তার স্ত্রী। একপর্যায়ে স্ত্রীকে দিয়ে ফোন করে ডেকে নেন ওই প্রবাসী। পরে তাকে পাশের বিলে নিয়ে হাত-পা বেঁধে ‘বিশেষ অঙ্গ’কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় আবু বকরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান ওই প্রবাসী। পরে তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই ওয়ার্ডের মেম্বার কামাল গাজী বলেন, আবু বকরদের সঙ্গে ডিঙ্গাভাঙ্গা গ্রামের শাহজাহান মিজিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। তাই পরিকল্পিতভাবে আবু বকরকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনাটি ঘটিয়েছে তারা।
ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান বলেন, আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।
মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।