প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছেন– নাসির উদ্দিন খান
- আপডেট সময় : ১১:৫৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছেন। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করে যাচ্ছেন। তাদেরকে সম্মানী ভাতা, চিকিৎসা সহ সকল সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধারা তাদের হারানো গৌরব ফিরে পেয়েছেন। ফিরে পেয়েছেন তাদের পরিচয়।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের জন্যই বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের এই অবদানের কথা অনন্তকাল মনে রাখবে।
তিনি মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধ উৎসবের ৩য় দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান এর সভাপতিত্বে ও আংশুমান দত্ত অঞ্চন এর সার্বিক পরিচালনায় এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মনোজ কপালী মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র রায় দাস, বীর মুক্তিযোদ্ধা মহিব উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ আহমদ বজলুল, সদর জেলা পরিষদের সদস্য মওলানা মোছাদ্দেক।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সহ সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি সুজিত চৌধুরী, দক্ষিণ সুরমার সভাপতি ফয়ছল মাহমুদ, সাধারণ সম্পাদক রুয়েল আহমদ, সদরের সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহাদাত আনোয়ার, যুবকমান্ড নেতা সেলিম আহমদ, এজাজ আহমদ, কাজী এমদাদ আহমদ, জেলা সন্তান কমান্ডের সদস্য মো. জাবেদ হোসেন প্রমুখ।