শিরোনাম ::
ঢাকার সাভারে একটি দোকানে এসি বিস্ফোরণ, মালিকসহ ৫ জন আহত
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
ঢাকার সাভারে বিকট শব্দে একটি কাপড়ের দোকানের এসি বিস্ফোরণের ঘটনায় দুজন দগ্ধসহ ৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে সাভারের গেন্ডা এলাকায় আদ্রিতা ফেব্রিকস্ এন্ড টেইলার্সে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে দোকানের কাচ ভেঙে ও বিভিন্নভাবে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
প্রত্যাক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ করে রাত ৯টার দিকে এসি বিস্ফোরিত হলে পাশের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। একটি দোকানের টিনের চালা উড়ে যায়। এতে আদ্রিতা ফেব্রিকসের মালিক ইউসুফ ও তার বন্ধু নাহিদ দগ্ধ হন। সড়কে পথচারীদের মধ্যে দুজন গুরুতর আহত হন। এরা উভয়ে স্বামী স্ত্রী। আরও একজন পথচারী আহত হয়েছেন।