শিরোনাম ::
ডিবি পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে ৪ জন গ্রেফতার
আহমদ নাহিদ
- আপডেট সময় : ০১:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
সিলেট গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসএমপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৭ ফেব্রুয়ারি মঙলবার অনুমানিক ৭.৩০ মিনিটে ওসমানী মেডিকেল কলেজ সংলগ্ন হোটেল বাধন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে মোঃ সোহেল মিয়া (৩৫), মোঃ উজ্জল আহমদ (২০), ঝর্ণা (২০) ও ফারজানা আক্তার (১৯) এই ৪ জনকে গ্রেফতার করে।
সূত্র আরও জানায়, এসএমপি কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৯১/২০২৪, তাং- ২৮/০২/২০২৪ খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে।