আমাদেরকে মানবিক হতে হবে- সংগঠনের আহবায়ক আব্দুল হানিফ কুটু
চা শ্রমিকদের মধ্যে এসএসসি ৮৬ ব্যাচের কম্বল বিতরণ

- আপডেট সময় : ০১:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
আমাদেরকে মানবিক হতে হবে
আমাদেরকে মানবিক হতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষকে কিছুটা প্রশান্তি দেয়া সম্ভব। এজন্যে আমাদের সাধ্যানুযায়ী শীতার্তদের পাশে দাঁড়াতে হবে।
সিলেট বিভাগের এসএসসি ৮৬ ব্যাচের উদ্যোগে ৩দিন ব্যাপী শীতবস্ত্র বিতরণের উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে সংগঠনের আহবায়ক আব্দুল হানিফ কুটু এ কথা বলেন।
কর্মসূচির প্রথম দিন শুক্রবার (২.০২.২৪) সিলেট নগরীর দলদলি চা বাগানের দরিদ্র চা শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের এডমিন দিলওয়ার হোসেনের পরিচালনায় কম্বল বিতরণ কার্যক্রমে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক হুরায়রা ইফতার হোসেন, আব্দুল কাদির চৌধুরী, হুমায়ুন মজিদ টিটু, আব্দুল ওয়াদুদ, মুছা রেজা চৌধুরী, এনামুল হক চুন্নু, প্রিন্সিপাল আবিদুর রহমান, চা বাগানের পক্ষে থেকে পণ্চায়েত কমিটির সভাপতি শ্রী মিন্টেন দাস (মিন্টু), প্রবাসী হেলিম চৌধুরী, বিকাশ রঞ্জন মুন্ডা, অনিতা দাস, শ্যামল চন্দ্র মুন্ডা, বাদল কর্মকার, ভূবন ভূমিজ, সত্যবান, মিলন দাস, আকু মুন্ডা প্রমুখ।