গাজীপুরে পারিবারিক বিরোধের জেরে মেয়েকে বাবার হত্যার পর আত্মহত্যার চেষ্টা
- আপডেট সময় : ১০:৩১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন অভিযুক্ত বাবা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) কালিয়াকৈর উপজেলার হরিণহাটি সকালে ঘটনাটি ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইয়াসমিন আকতার বৃষ্টি (১৪)গাইবান্ধা জেলার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে।
পুলিশ কর্মকর্তা বলেন, কালিয়াকৈর থানার হরিণহাটি এলাকায় স্থানীয় চান মিয়ার বাড়িতে বসবাস করতেন তার মেয়ে মোছা. সুমা বেগম ও মেয়ে জামাই বুলু মণ্ডল। বুধবার সকালে সুমার সঙ্গে তার স্বামী বুলু মন্ডলের ঝগড়া হয়।
ওইদিন বেলা ২টার দিকে বুলু মন্ডল তার মেয়ে ইয়াসমিন আকতার বৃষ্টিকে তার বসতঘরে পেয়ে দরজা বন্ধ করে দেন। এক পর্যায়ে বসতঘরের ভেতর থেকে বৃষ্টির চিৎকার শুনে তার মামা ইমরান দরজা ভেঙ্গে ঘরে ঢুকলে বৃষ্টিকে গলায় জখম অবস্থায় পান। এ সময় বুলু মন্ডল মেয়েকে জখম করে নিজের পেটে ছুরি চালিয়ে দেন। আহত অবস্থায় বাবা মেয়েকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। আহত বুলু মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ইয়াসমিন আক্তার বৃষ্টির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।