ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে টাওয়ার হ্যামলেটস স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সিলেটে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভ্যাট বাড়লে ওসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি ! ৫ আগস্টের পূর্বে যাঁরা আন্দোলনে ছিলেন তাঁদেরকে সম্মানজনক জায়গায় রাখতে হবে- কাইয়ুম চৌধুরী ৩১ দফার আলোকে বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ: ইমদাদ চৌধুরী সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মহানগর বিএনপির অভিনন্দন সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে বিএনপি : ইমদাদ চৌধুরী নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি শরীরচর্চা করতে হবে –জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সিলেটের ব্যবসায়ী সংগঠনের অভিনন্দন গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল, সম্পাদক রায়হান নির্বাচিত

কুড়িগ্রামের রৌমারীতে সাজাপ্রাপ্ত এক আসামি ধরতে গিয়ে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ; ৬ জন আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে সাজাপ্রাপ্ত এক আসামি ধরতে গিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছে ৬ জন।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের রতনপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন তারা। এ ঘটনায় ওইদিন রাতে চারজনের নামে একটি মামলা করেন পুলিশ।

জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হামিদুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে সাগরকে রতনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আসামির বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এএসআই আশরাফুল ইসলামের নাক ফেটে যায় এবং আসামিকে বেধড়ক মারধর করে থানায় নেয়। ক্ষিপ্ত হয়ে ১০-১২টি মটরসাইকেলে করে ২০-২২ জনের একটি পুলিশের দল পুনরায় ওই ঘটনাস্থলে গিয়ে দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর করে। এ ছাড়া অকথ্য গালিগালাজ ও নিরীহ জনসাধারণকে মারধর করে। এতে আহত হয় জাকির হোসেন, আব্দুল্লাহ, তরিকুল ইসলাম তারেক ও সৈয়দ আলী। এ ঘটনায় ওই এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের।

রৌমারী থানার ওসি আব্দুল্লাহিল জামানের মোবাইলে কল করলে তিনি বলেন, আমি রংপুরে আছি, আপনি এসআই আনছার আলীর সঙ্গে কথা বলেন।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আনছার আলী বলেন, রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম ওরফে সাগর একজন সাজাপ্রাপ্ত আসামি ও মাদক মামলা এবং হত্যাসহ একাধিক মামলার আসামি। শনিবার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় আসামির স্বজনরা। এতে এএসআই আশরাফুল ইসলামের নাক ফেটে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামের রৌমারীতে সাজাপ্রাপ্ত এক আসামি ধরতে গিয়ে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ; ৬ জন আহত

আপডেট সময় : ০৯:৪০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে সাজাপ্রাপ্ত এক আসামি ধরতে গিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছে ৬ জন।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের রতনপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন তারা। এ ঘটনায় ওইদিন রাতে চারজনের নামে একটি মামলা করেন পুলিশ।

জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হামিদুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে সাগরকে রতনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আসামির বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এএসআই আশরাফুল ইসলামের নাক ফেটে যায় এবং আসামিকে বেধড়ক মারধর করে থানায় নেয়। ক্ষিপ্ত হয়ে ১০-১২টি মটরসাইকেলে করে ২০-২২ জনের একটি পুলিশের দল পুনরায় ওই ঘটনাস্থলে গিয়ে দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর করে। এ ছাড়া অকথ্য গালিগালাজ ও নিরীহ জনসাধারণকে মারধর করে। এতে আহত হয় জাকির হোসেন, আব্দুল্লাহ, তরিকুল ইসলাম তারেক ও সৈয়দ আলী। এ ঘটনায় ওই এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের।

রৌমারী থানার ওসি আব্দুল্লাহিল জামানের মোবাইলে কল করলে তিনি বলেন, আমি রংপুরে আছি, আপনি এসআই আনছার আলীর সঙ্গে কথা বলেন।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আনছার আলী বলেন, রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম ওরফে সাগর একজন সাজাপ্রাপ্ত আসামি ও মাদক মামলা এবং হত্যাসহ একাধিক মামলার আসামি। শনিবার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় আসামির স্বজনরা। এতে এএসআই আশরাফুল ইসলামের নাক ফেটে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।