এসজিএমএসসি অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

- আপডেট সময় : ১২:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অ্যালামনাই এসোসিয়েশন’ এর আহ্বায়ক কমিটি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে গঠন করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এতে এড. মো জাবের হোসেন (এইচএসসি ২০০৯) কে আহ্বায়ক এবং আব্দুল মানিক সাঈদ (এইচএসসি ২০১০), মো মুস্তাফিজুর (এইচএসসি ২০১০) কে সিনিয়র যুগ্ন-আহ্বায়ক ও সৈয়দ তায়েফুল হাসান(এইচএসসি ২০১১), শাহ মো জাহিদুল হাসান (এইচএসসি ২০১৩) কে যুগ্ন-আহ্বায়ক, মামুন হোসাইন (এইচএসসি ২০১২) কে সদস্য সচিব,মোঃ সিদ্দিকুর রহমান সানি তালুকদার(এইচএসসি ২০১৪) কে কোষাধ্যক্ষ কে নির্বাচিত করা হয়।
উক্ত কমিটির সদস্যরা হলেন এস ইসলাম সালমান(এইচএসসি ২০১৫), মোঃ আবু সুফিয়ান (এইচএসসি ২০১৬), নাহিদ আহমদ (এইচএসসি ২০১৭), মোঃ ইব্রাহিম মিয়া (এইচএসসি ২০১৮), সৈয়দ হাদী আলম (এইচএসসি ২০১৯), মোঃ আজিজুর রহমান (এইচএসসি ২০২০), মিসকাত চৌধরী মিহদা (এইচএসসি ২০২১), সাহাদাত হোসেন (এইচএসসি ২০২২), রাব্বি আহমদ রিফাত(এইচএসসি ২০২৩), ইমতিয়াজ আহমদ ইমরান(এইচএসসি ২০২৪)।
এসময় নির্বাচিত আহ্বায়ক কমিটি সবাইকে সঙ্গে নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
একই সঙ্গে সভায় উপস্থিত সদস্যগণ আগামী ১৮০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যে আহ্বায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করেন।