নৌকার বিজয় সুনিশ্চিত করায় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রীত্ব দিয়েছেন- প্রতিমন্ত্রী শফিকুর রহমান
- আপডেট সময় : ০৪:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করায় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রীত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেওয়া ওই সম্মান শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবো। আর এতে আপনাদের সার্বিক সহযোগীতা আমার সবচেয়ে বেশি প্রয়োজন।
তিনি বলেন, প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যুদ্ধো আর তাই প্রবাসীদের কল্যাণেই কাজ করাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের জনশক্তি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলে কম খরছে বিদেশে যাওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করব। পাশাপাশি আপনাদেরকে নিয়েই সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন করব। এমপি-মন্ত্রী বড় কথা নয়, যতদিন বেঁচে থাকব আপনাদের শফিক ভাই হয়েই মানুষের কল্যাণে কাজ করে যাব।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজারস্থ সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
রাতে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজু আহমদ খান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোবারক হোসাইনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি হরমুজ আলী, লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, বার্মিহাম আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মজনু, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এবং যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক আমির আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য তাজ উদ্দিন আহমদ, শেখ আজাদ, নেহারুন নেছা, পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ডা. শাহনুর হোসাইন ও গীতা পাঠ করেন জয়ন্ত আচার্য্য।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।