অপরাধ প্রমাণে রাজনৈতিক দলকে ১০ বৎসর নিষিদ্ধের প্রস্তাব !
- আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’ সংশোধনে আটটি খসড়া সংশোধনী প্রস্তাব তুলে ধরা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’ আইনের সংশোধন বিষয়ক এক মতবিনিয়ম সভায় ওই নিষিদ্ধের প্রস্তাব তুলে ধরা হয়েছে।
সভায় এই আইনের মোট আটটি সংশোধনীর প্রস্তাব দেয়া হয়। অষ্টম সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল যদি এ আইনের অধীন কোনো অপরাধ করে, তাহলে সে দলকে ১০ বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে।
এই সভার সভাপতিত্ব করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা প্রথম দিন থেকে বলছি এখানে প্রতিশোধ বা কোনো প্রতিহিংসা, এটা না। আমরা সুবিচার চাই। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে ইতোমধ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে আদালতকে (ট্রাইব্যুনাল) পুনর্গঠন করা। কারণ ট্রাইব্যুনালে এখন কোনো বিচারক নেই। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করা হবে।