শিরোনাম ::
সুনামগঞ্জের একটি হত্যা মামলায় ঢাকা থেকে র্যাবের হাতে দুজন আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলায় নাইমুল হক নামে এক কবিকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে র্যাব-২। বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন, মহিম উদ্দিন (৫০) ও আনহার মিয়া (৩৮)।
র্যাব-২ এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, সরকারি খাস জমি জমা-সংক্রান্ত সমস্যার জেরে তাকে প্রতিপক্ষের লোকজন গুলি করে হত্যা করা হয় নাইমুল হক নামে এক কবিকে। গত ৪ অক্টোবর উপজেলার মাতারগাঁও গ্রামে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলে প্রাণ হারান নইমুল।