সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর তৌফিক বক্স গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্সকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টায় র্যাব-৯ এর একটি দল সিলেট নগরের মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার কয়েকটি মামলা রয়েছে।
লিপন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার তসলিম বক্সের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল নগরের কাতয়ালী থানাধীন মিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিসিকের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিপনকে গ্রেপ্তার করে। লিপনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএমপি মশিহুর রহমান সোহেল।