সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে ভ্রান্ত প্রচারণায় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিবাদ

- আপডেট সময় : ০৫:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত ১৬-০১-২০২৫ ইংরেজী তারিখে অনুষ্ঠিত হয়। জেলা বারের দীর্ঘদিনের প্রথানুযায়ী সংবিধানের আলোকে যথারীতি উৎসব মুখর আনন্দঘন পরিবেশে সিসি ক্যামেরার আওতাধীন ভোট গ্রহণ ও গণণা কার্য সম্পন্ন হয়।
সিলেট জেলা বারের নির্বাচন কোন সময়ই দলীয় ভিত্তিক কিংবা দলীয় প্যানেল ভিত্তিক নির্বাচন হয় নাই। এবারও তার ব্যথ্যয় ঘটে নাই। আমরা নিম্নস্বাক্ষরকারী দলীয় পরিচয়ে কিংবা প্যানেলে নির্বাচন করি নাই বা দলীয় পরিচয়ে নির্বাচিত হই নাই।
কিন্তু নির্বাচন সংক্রান্তে বিভিন্ন অনলাইন প্রিন্ট এবং দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়া ইহাকে পরিকল্পিতভাবে ভ্রান্তীমূলক তথ্যের ভিত্তিতে দলীয় নির্বাচন হিসাবে প্রচার করে বিভ্রান্তীর সৃষ্টি করায় এবং সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের বখ্ত জুবের এডভোকেট একযুক্ত বিবৃতিতে এহেন প্রচার প্রপাগান্ডার জোর এবং তীব্র প্রতিবাদ করেন। এহেন প্রচার প্রপাগান্ডা থেকে বিরত থাকার জন্য বিনীত াবে অনুরোধ করা গেল।
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত ১৬-০১-২০২৫ ইংরেজী তারিখে অনুষ্ঠিত হয়। জেলা বারের দীর্ঘদিনের প্রথানুযায়ী সংবিধানের আলোকে যথারীতি উৎসব মুখর আনন্দঘন পরিবেশে সিসি ক্যামেরার আওতাধীন ভোট গ্রহণ ও গণণা কার্য সম্পন্ন হয়।
সিলেট জেলা বারের নির্বাচন কোন সময়ই দলীয় ভিত্তিক কিংবা দলীয় প্যানেল ভিত্তিক নির্বাচন হয় নাই। এবারও তার ব্যথ্যয় ঘটে নাই। আমরা নিম্নস্বাক্ষরকারী দলীয় পরিচয়ে কিংবা প্যানেলে নির্বাচন করি নাই বা দলীয় পরিচয়ে নির্বাচিত হই নাই।
কিন্তু নির্বাচন সংক্রান্তে বিভিন্ন অনলাইন প্রিন্ট এবং দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়া ইহাকে পরিকল্পিতভাবে ভ্রান্তীমূলক তথ্যের ভিত্তিতে দলীয় নির্বাচন হিসাবে প্রচার করে বিভ্রান্তীর সৃষ্টি করায় এবং সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের বখ্ত জুবের এডভোকেট একযুক্ত বিবৃতিতে এহেন প্রচার প্রপাগান্ডার জোর এবং তীব্র প্রতিবাদ করেন। এহেন প্রচার প্রপাগান্ডা থেকে বিরত থাকার জন্য বিনীত াবে অনুরোধ করা গেল।