সিলেটে বাংলাদেশ শিশু একাডেমি’র নববর্ষ উদযাপন, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৯:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ শিশু একাডেমি সিলেট এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন, শিক্ষার্থীদের মাঝে সমাপনী সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় সিলেট নগরীর রিকাবী বাজারস্থ কাজী নজরুল অডিটরিয়ামে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন, শিক্ষার্থীদের মাঝে সমাপনী সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ বিপ্রদাস ভট্টাচার্য, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত।
অনুষ্ঠানে শিক্ষার্থী সহ অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।