সিলেটে আর্মড পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ ১ জন আটক

- আপডেট সময় : ০৮:৩১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ১ জন আটক করা হয়েছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম আল মামুন। এসএম আল মামুন অন্য অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩রা মার্চ বিকেল আনুমানিক ৫ টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন সৈয়দপুর বাজারের মেসার্স জননী ট্রেডার্স -১ এর সামনে থেকে ১টি মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
মিডিয়া সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত মোটর সাইকেলটি কালো রংয়ের ১৫০ সিসি পালসার। গ্রেফতারকৃত মোঃ সোহান মিয়া (১৯) এর পিতা-মোঃ দুুদু মিয়া। সে মৌলভীবাজার জেলার সদর থানার অন্তর্গত ১নং খলিলপুর ইউনি৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নেরয়নের ঘোড়ারাইয়ের বাসিন্দা।
এস আই (নিঃ) মোঃ আবুল বাশার ঘটনার বিষয়ে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষে বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছ।