সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন র্যাবের হাতে আটক
- আপডেট সময় : ০১:০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আদাবর থানার হত্যা মামলায় গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাত ১২টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদাবর থানায় সোপর্দ করা হয়েছে।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নামে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর আদালতেও মামলা রয়েছে। গত ১৯ আগস্ট ফরহাদ হোসেনের নামে মেহেরপুর আদালতে হত্যাসহ দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।
জামায়াত নেতা তারিককে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে তার ভাই তৌফিকুল ইসলাম বাদী হয়ে ফরহাদ হোসেন, তার বোনাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও সাবেক পুলিশ সুপার নাহিদুল ইসলাম নাহিদসহ ২০ জনকে আসামি করে মেহেরপুর আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেছেন।