সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৯:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
ওয়াশিংটনস্থ ন্যাশনাল প্রেসক্লাব সদস্য,হোয়াইট হাউস ও জাতিসংঘ করেসপন্ডেন্ট,জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের তাৎক্ষণিক এক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
রোববার রাতে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাকক্ষে মুশফিকুল ফজল আনসারির সাথে সাক্ষাৎ ও স্বল্প সময়ের মতবিনিময় হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল,সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সাধারন সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, কার্যকরী কমিটির সদস্য শহীদুর রহমান জুয়েল, ক্লাব সদস্য মো: সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, সাদিকুর রহমান চৌধুরী, তারেক আহমদ খান, জসিম উদ্দিন প্রমূখ।
মুশফিকুল ফজল আনসারী বলেন, গণমাধ্যম এবং সাংবাদিকরা এখন স্বাধীন। মানুষের হাতে মুঠোয় এখন মিডিয়া। পরবর্তীতে আসলে সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শন করতে যাব।
পরিশেষে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাণণা স্মারক তাঁকে প্রদান করা হয়।