ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
_জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল যানজট নিরসন, অবৈধ সিএনজি বন্ধ ও পাথর কোয়ারি পুনরায় চালুর জোর দাবি নির্বাচনের প্রস্তুতি রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নির্দেশনা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মায়ের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধিজনদের মিলনমেলা এক যুগে পদার্পণ উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত _ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ গোয়াইনঘাটে যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ৮ যুবনেতা

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে নব্বই লক্ষ চল্লিশ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল সহ তিন জন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৯০,৪০,০০০/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার) টাকার ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ী, লুঙ্গি, টি-শার্ট, সিগারেট ও কসমেটিকস ক্রীমসহ একটি পিকআপ আটক ও ০৩ (তিন) জন গ্রেফতারঃ

১৭/০৬/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ০৭:৪০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ)/ সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাসে চেকপোস্ট করাকালে সন্দেহভাজন একটি নীল ও হলুদ রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬) থামার সংকেতে দিলে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরবর্তীতে পুলিশ মুরাদপুর হাইফা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি থামায় এবং পলায়নের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
আটককৃত আসামিগণ:১।রিয়াজ @ সাইফুল (২৪), পিতা: মোঃ আব্দুর রশিদ মাঝি, মাতা: বিবি রাজিয়া বেগম, সাং: চর ফয়েজ উদ্দীন, পূর্বের বেড়ী, ভূইয়ার হাট, থানা: মনপুরা, জেলা: ভোলা, ২।লিটন (২৩), পিতা: মোঃ নাছির উদ্দিন, মাতা: আয়েশা বেগম, সাং: মাইনগর (পশ্চিম হাটি), থানা: শান্তিগঞ্জ, জেলা: সুনামগঞ্জ, ৩।মোঃ আলমগীর খান (৩৫), পিতা: মোঃ আমির আলী খান, মাতা: মৃত ফিরুজা বেগম, সাং: দপদপিয়া, পশ্চিম খান বাড়ি, থানা: নলছিটি, জেলা: ঝালকাঠি।
জব্দকৃত মালামালঃ ১টি পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬), মূল্য: ১২,০০,০০০/- টাকা, ভারতীয় শাড়ি, টি-শার্ট (ALLROGGED), লুঙ্গি, Marlboro Gold সিগারেট, Skin Brite Cream:, Clop G Cream , Skin Sunkise Cream এর আনুমানিক সবমোর্ট মূল্য: ৯০,৪০,০০০/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উপরোক্ত মালামাল সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ চোরাচালানের আরো একজন সম্পৃক্ত রয়েছে বলেনও জানায় । উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৮/১৪৪, তাং,১৭/০৬/২৫ খ্রি:, ধারা: 25B(1)(b)/ 25D The Special Powers Act, 1974; রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে নব্বই লক্ষ চল্লিশ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল সহ তিন জন গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৯০,৪০,০০০/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার) টাকার ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ী, লুঙ্গি, টি-শার্ট, সিগারেট ও কসমেটিকস ক্রীমসহ একটি পিকআপ আটক ও ০৩ (তিন) জন গ্রেফতারঃ

১৭/০৬/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ০৭:৪০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ)/ সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাসে চেকপোস্ট করাকালে সন্দেহভাজন একটি নীল ও হলুদ রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬) থামার সংকেতে দিলে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরবর্তীতে পুলিশ মুরাদপুর হাইফা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি থামায় এবং পলায়নের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
আটককৃত আসামিগণ:১।রিয়াজ @ সাইফুল (২৪), পিতা: মোঃ আব্দুর রশিদ মাঝি, মাতা: বিবি রাজিয়া বেগম, সাং: চর ফয়েজ উদ্দীন, পূর্বের বেড়ী, ভূইয়ার হাট, থানা: মনপুরা, জেলা: ভোলা, ২।লিটন (২৩), পিতা: মোঃ নাছির উদ্দিন, মাতা: আয়েশা বেগম, সাং: মাইনগর (পশ্চিম হাটি), থানা: শান্তিগঞ্জ, জেলা: সুনামগঞ্জ, ৩।মোঃ আলমগীর খান (৩৫), পিতা: মোঃ আমির আলী খান, মাতা: মৃত ফিরুজা বেগম, সাং: দপদপিয়া, পশ্চিম খান বাড়ি, থানা: নলছিটি, জেলা: ঝালকাঠি।
জব্দকৃত মালামালঃ ১টি পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬), মূল্য: ১২,০০,০০০/- টাকা, ভারতীয় শাড়ি, টি-শার্ট (ALLROGGED), লুঙ্গি, Marlboro Gold সিগারেট, Skin Brite Cream:, Clop G Cream , Skin Sunkise Cream এর আনুমানিক সবমোর্ট মূল্য: ৯০,৪০,০০০/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উপরোক্ত মালামাল সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ চোরাচালানের আরো একজন সম্পৃক্ত রয়েছে বলেনও জানায় । উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৮/১৪৪, তাং,১৭/০৬/২৫ খ্রি:, ধারা: 25B(1)(b)/ 25D The Special Powers Act, 1974; রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।