মৌলভীবাজারে ৭এপিবিএন এর অভিযানে ৮৪ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার
- আপডেট সময় : ১১:৩১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ৭এপিবিএন এর অভিযানে ৮৪ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে অতিঃ পুলিশ সুপার মোঃ মনজুরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহীদুল ইসলাম শেখ এর নেতৃত্বে গতকাল ৫ জুলাই ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার সদর থানাধীন ১ নং খলিলপুর ইউনিয়নের নাদামপুরের জনৈক সফর আলী (৪০) এর বসত ঘরে অভিযান চালিয়ে এই ভারতীয় বিড়ি আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সফর আলী পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার বসত ঘর তল্লাশী করে ৮৪ হাজার অবৈধভাবে ভারত থেকে আগত নাসির উদ্দিন পাতার বিড়ি পেয়ে জব্দ করা হয়।
পলাতক আসামি হলেন সফর আলী (৪০) এর পিতা-মৃত আহাদ উল্লাহ, সাং-নাদামপুর ০২ নং ওয়ার্ড মাঝের হাটি ইউপি খলিলপুর, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার।
এসআই (নিঃ)/ মোঃ মেহেদী হাসান ঘটনার বিষয়ে বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় পলাতক আসামীর বিরুদ্বে জব্দকৃত এজাহার দায়ের করেন।