মাহমুদুর রহমানের আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ
- আপডেট সময় : ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আদালতে মাহমুদুর রহমান
আত্মসমর্পণের পর আমার দেশের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে সকালে তিনি আত্মসমর্পণ করতে নিম্ন আদালতে যান দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাত বছর দণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি।
এর আগে পলাতক দেখিয়ে মাহমুদুর রহমানের অনুপস্থিতিতে এ মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়ে রায় দেয় বিচারিক আদালত।
দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর শুক্রবার দেশে ফেরেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত এই সম্পাদক।
এদিকে মাহমুদুর রহমানের আত্মসমর্পণকে ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আদালতের প্রধান গেটের বাইরে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
আদালত এলাকায় প্রবেশ করতে প্রত্যেকের পরিচয় নিশ্চিত হচ্ছেন তারা।
এছাড়া আদালত ভবনের বাইরেও সর্তকতায় রয়েছেন সেনা ও পুলিশ সদস্যরা।