ফারেছ সভাপতি গাফ্ফার সাধারন সম্পাদক
ভ্যালীসিটি সোসাইটির ২০২৪-২৫ নতুন কমিটি গঠন৭
- আপডেট সময় : ০৯:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
নিরাপদ বাসস্থান মানুষের মৌলিক চাহিদার অন্যতম। ভবিষ্যৎ প্রজন্মের সুষ্ঠুভাবে বেড়ে উঠার জন্য চাই নিরাপদ আবাসন। সেই লক্ষে সিলেট শহরের মধ্যে অন্যতম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত আধুনিক সুবিদা সম্পন্ন, নিরাপদ ও শান্তিময় আবাসন হিসাবে গড়ে উঠেছে ভ্যালি সোসাইটি। শুধু সৌন্দর্য বৃদ্ধি বা কাঠামোগত উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা রাখছে।
ভ্যালীসিটি সোসাইটি এর দ্বিবার্ষিক সাধারণ সভা ১৯ এপ্রিল শুক্রবার সোসাইটির মাঠে অনুষ্ঠিত হয়।
সাবেক সভাপতি শহিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানঁ এর পরিচালনায় এবং আহমেদ ইফরাস চৌধুরীর কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় বিগত ২০২২-২৩ বছরের আয়-ব্যয় হিসাব ও সম্পাদকীয় কার্য্য বিবরণী পেশ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সোসাইটি প্রধান উপদেষ্ঠা ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, মো ফরিদ বক্স, ও আব্দুল কাহহার খানঁ সকল সদস্যদের ভোটের মাধ্যমে আগামী ২০২৪-২৫ইং এর সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষনা করেন।
ভ্যালীসিটি সোসাইটির নবনির্বাচিত সভাপতি হলেন ফারেছ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ কে গাফ্ফার জাকি, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, কোষাধ্যক্ষ সাদ আহমদ চৌধুরী, সদস্য লেঃ কর্ণেল এম আতাউর রহমান পীর, মোঃ আব্দুল কদ্দুছ, কাজি সেলিম আহমদ ও উপদেষ্ঠা পরিষদের সদস্য হলেন মোঃ ফরিদ বক্স, শহিদ আহমদ চৌধুরী ।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় এবং মুক্ত আলোচনায় বক্তব্যে রাখেন সোসাইটি প্রধান উপদেষ্ঠা ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, মোঃ ফরিদ বক্স, শহিদ আহমদ চৌধুরী, ফারেছ আহমদ চৌধুরী, লেঃ কর্ণেল এম আতাউর রহমান পীর লেঃ কর্ণেল মনির আহমেদ কাদেরী, ইকবাল হোসেন খান, ডাঃ কে গাফফার, সাদ আহমদ চৌধুরী, মোয়ামম্মির হোসেন চৌধুরী প্রমুখ।