শিরোনাম ::
ভারতের বিকল্প হিসেবে ৪ টি দেশ থেকে পেঁয়াজ আমদানি !
অর্থনীতি ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১২ বার পড়া হয়েছে
ভারতের বিকল্প হিসেবে ৪ দেশ থেকে বেড়েছে পেঁয়াজের আমদানি।
ভারত পেঁয়াজের রফতানিমূল্য বাড়িয়ে দেয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে আমদানি বেড়েছে চট্টগ্রামে।
এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি এসেছে। কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা। বিকল্প বাজার তৈরি হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও ভোক্তারা।
এই চারদেশ থেকে জুলাই ও আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে পাঁচ হাজার মেট্রিক টন। এছাড়া ব্যবসায়ীরা ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র এসব পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দিচ্ছে।