বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে হয়রানীমূলক মামলায় বিএনপির নিন্দা
- আপডেট সময় : ০৩:০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরতি এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের অত্যন্ত ন্যক্কার ও দুঃখজনক। যারা এধরনের মামলা দায়ের করছে তাদের এসকল মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। তারপরও যদি মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।