ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে টাওয়ার হ্যামলেটস স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সিলেটে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভ্যাট বাড়লে ওসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি ! ৫ আগস্টের পূর্বে যাঁরা আন্দোলনে ছিলেন তাঁদেরকে সম্মানজনক জায়গায় রাখতে হবে- কাইয়ুম চৌধুরী ৩১ দফার আলোকে বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ: ইমদাদ চৌধুরী সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মহানগর বিএনপির অভিনন্দন সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে বিএনপি : ইমদাদ চৌধুরী নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি শরীরচর্চা করতে হবে –জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সিলেটের ব্যবসায়ী সংগঠনের অভিনন্দন গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল, সম্পাদক রায়হান নির্বাচিত

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান, ৩৭টি মেশিন জব্দ

ফেনী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩৭টি মেশিন জব্দ করেছে টাস্কফোর্স।

রোববার (০১ ডিসেম্বর) দিনব্যাপী ছাগলনাইয়া উপজেলার ফেনী নদীর সোনাপুরে এ অভিযান পরিচালনা করা হয়। রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)।

বিজিবি জানায়, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৩৭টি মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। জব্দ মেশিনের মধ্যে ৩৩টি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে, যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা। একইসঙ্গে চারটি মেশিন ও জব্দ সরঞ্জামাদি ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, অভিযানে বাধা দেওয়ায় মো. শাহাদাত হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।আটক শাহাদাত চট্টগ্রামের জোরারগঞ্জ করেরহাট এলাকার মো. ছুট্টু মিয়ার ছেলে। অভিযান চলাকালীন সেনাবাহিনীর একটি দল দারোগারহাট নামক স্থানে রিজার্ভ হিসেবে অবস্থান করছিল বলে জানানো হয়।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী হতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধ উত্তোলনকারীদের বিরুদ্ধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমুলসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান, ৩৭টি মেশিন জব্দ

আপডেট সময় : ০৭:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩৭টি মেশিন জব্দ করেছে টাস্কফোর্স।

রোববার (০১ ডিসেম্বর) দিনব্যাপী ছাগলনাইয়া উপজেলার ফেনী নদীর সোনাপুরে এ অভিযান পরিচালনা করা হয়। রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)।

বিজিবি জানায়, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৩৭টি মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। জব্দ মেশিনের মধ্যে ৩৩টি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে, যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা। একইসঙ্গে চারটি মেশিন ও জব্দ সরঞ্জামাদি ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, অভিযানে বাধা দেওয়ায় মো. শাহাদাত হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।আটক শাহাদাত চট্টগ্রামের জোরারগঞ্জ করেরহাট এলাকার মো. ছুট্টু মিয়ার ছেলে। অভিযান চলাকালীন সেনাবাহিনীর একটি দল দারোগারহাট নামক স্থানে রিজার্ভ হিসেবে অবস্থান করছিল বলে জানানো হয়।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী হতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধ উত্তোলনকারীদের বিরুদ্ধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমুলসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।