নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই- আরিফুল হক চৌধুরী

- আপডেট সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
দেহ-মন সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। প্রযুক্তির এই যুগে পর্যাপ্ত মাঠ না থাকায় আমাদের সন্তানরা নিয়মিত খেলাধূলা করতে পারে না। সূদুর প্রবাসে থেকেও এই এলাকার সন্তান হিসেবে রিফাত খান অপু এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্পন্সর করে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছে। এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।
গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে ঝেরঝেরীপাড়া ক্লাব সংলগ্ন মাঠে রিফাত খান অপু দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরষ্কার বিতরণের প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের দুই বারের সফল মেয়র বিএনপি চেয়ারপার্সন এর অন্যতম উপদেষ্টা অত্র এলাকার কৃতি সন্তান আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
আব্দুস শাকুরের সঞ্চালনায় ঝেরঝেরীপাড়াস্হ এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক আহমদ জুলকারনাইন এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, ঝেরঝেরীপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী মুশফিক উস সামাদ চৌধুরী, ক্রীড়ানুরাগী দেলোয়ার আহমদ লাকী, মৌসুমি ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মহিউল ইসলাম চৌধুরী মনসুর, মহানগর বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকী, ঝর্ণা তরুণ সংঘের সভাপতি আব্দুল মুমিন, ক্রীড়া সংগঠক মুসা খান, ক্রীড়া সংগঠক আব্দুল হক সুন্না, ক্রীড়া সংগঠক ও যুক্তরাজ্য প্রবাসী সাদিকুর রহমান বাবলু।
রিফাত খান অপুর বড়ভাই রাহাত খান মুন্না স্বাগত বক্তব্যে এই প্রতিযোগিতায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল টিম ম্যানেজার, খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিযোগিতাকে সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আহমদ জুলকারনাইন রিফাত খান অপু প্রতিযোগিতার স্পন্সর করায় ধন্যবাদ জানান, এর ধারাবাহিকতা বজায় আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন এনায়েত চৌধুরী এনু, এমরান হোসেন, সালেক আহমদ, আদনান ফরহাদ, ফারদিন ইসলাম তপু, মোঃ আল আমিন প্রমূখ।