শিরোনাম ::
নাট্য পরিষদ থেকে রজত কান্তি গুপ্তের পদত্যাগ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত তাঁর ব্যক্তিগত ও পারিবারিক কারণে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।
এই মর্মে পরিষদের প্রধান পরিচালক বরাবর তিনি ০৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে লিখিত পদত্যাগ পত্রটি অদ্য ০৮ সেপ্টেম্বর প্রেরণ করেন। এমতাবস্থায় পদত্যাগ জনিত কারণে সৃষ্ট শূণ্য পদের বিষয়ে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে এবং বর্তমানে গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির অনুপস্থিতে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সহ-সভাপতি জয়শ্রী দেব জয়া ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন।