৭ এপিবিএন’র চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানে ভারতীয় বিড়িসহ ১ জন আটক
- আপডেট সময় : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
৭ আর্মস পুলিশ ব্যাটালিয়ান এর চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সিলেটের কানাইঘাট ৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ নয়াগ্রাম (বিমান গেইট) পয়েন্টে স্হানীয় মাসুম’র চা-দোকানের সামনে অভিযান চালিয়ে ৬৩ হাজার শলাকা ভারতীয় বিড়িসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই ভোর ৫.৩৫ মিনিটে সিলেটের কানাইঘাট থানাধীন ০৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের অন্তর্গত বড়দেশ নয়াগ্রাম (বিমান গেইট) পয়েন্টে জনৈক মাসুম এর চা-দোকানের সামনে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। জব্দকালে এসব চোরাই মালামাল বহনের দায়ে কানাইঘাট থানার বড়দেশ দক্ষিণ এর মৃত মোহাম্মদ আলীর ছেলে শরিফ উদ্দিন (৪৫)কে গ্রেফতার করা হয়।
সূত্রে আরও জানা যায়, এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ঘটনার বিষয়ে বাদী হয়ে কানাইঘাট থানায় এজাহার দায়ের করেন।