সিসিক’র উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম-কে নাগরিক সংবর্ধনা

- আপডেট সময় : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
অদ্য ১৭ ফেব্রুয়ারী ২০২৪ইং রোজ শনিবার দুপুর ২:৩০ ঘটিকায় সিলেটের দক্ষিণ সুরমাস্থ ময়ূরকুঞ্জ কনভেনশন হলে এ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ. কে আব্দুল মোমেন, এমপি, সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব, সিলেটের জেলা প্রশাসক জনাব শেখ রাসেল হাসান, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব তাহমিন আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, মহানগর ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতি ও এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।