ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে কথা যায় না বলা শুধু বুঝা যায় লুন্টিত অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার পোশাক শ্রমিকদের উস্কানি দিয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কমলগঞ্জে শমশেরনগর হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না-পার্বত্য উপদেষ্টা ৪৮ ঘন্টার মধ্যে সিলেটে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে ব্যবসায়ীরা এলজিইডিই হচ্ছে গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর: স্থানীয় সরকার উপদেষ্টা বাজার ব্যবস্থাপনায় শূন্যস্থান পূরণ হয়েছে মাত্র, চাঁদাবাজি বন্ধ হয়নি: বাণিজ্য উপদেষ্টা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী তরুণদের এগিয়ে আসতে হবে- সৈয়দ তৌফিকুল হাদী

সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের দেয়ালে দেয়ালে গ্রাফিতি-স্লোগান

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১২:২৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৩১ বার পড়া হয়েছে

‘পানি লাগবে? পানি’, ‘রুখে দাও ষড়যন্ত্র’ এমন নানা স্লোগান ও গ্রাফিতিতে সাজছে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর দেয়ালগুলো।

দল বেঁধে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে তুলে ধরছেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ।

সিলেট জেলা শহরের টি.বি গেইট হয়ে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সামনের দেয়ালের অংশ প্রায় দুইশত ফুট এলাকার দেয়াল গ্রাফিতি–স্লোগানে পূর্ণ।

৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের পর শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা পরিষ্কার করার কাজে নামে ৭ আগস্ট থেকেই। দুর্বৃত্তদের চালানো ভাঙচুরের জায়গা পরিষ্কার করার পাশাপাশি দেয়াল লিখন ও মোছার কার্যক্রম যেমন চালাচ্ছেন, তেমনই নতুন করে আর্টওয়ার্ক করছেন। সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসের খালি দেয়ালে সাক্ষী দিচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলন।

ইতিহাসের সাক্ষী মুছে নতুন শিল্পকর্ম জরুরি ছিল কিনা প্রশ্নে এক কলেজ শিক্ষার্থী বলেন, আন্দোলন চলাকালে ক্ষোভ থেকে অনেককিছু লেখা হয়েছে। সেসব কিছু কিছু ক্ষেত্রে অশোভন ও রাজনৈতিক স্লোগান। ফলে আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে অধিকার নিয়ে মানুষ যেমন বাঁচবে, তেমনই আমাদের শহরটা সুন্দর দেখাবে।

বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্র আন্দোলন, আমাদের নিয়ে যাওয়া, অনাকাঙ্ক্ষিত স্থিতি আর স্থবিরতাকে শুধু প্রশ্নবিদ্ধ নয়, চোখে আঙ্গুল দিয়ে সত্যের মুখোমুখি করে, বিজয়ের পথে ধাবিত করেছে। বিপ্লব সব সময়েই আসে জনরোষের প্রবল উত্তাপের মধ্যে দিয়ে।

মডেল স্কুল এন্ড কলেজের সাবেক এক ছাত্র বলেন, সাম্প্রতিক আন্দোলনে আমরা এই উত্তাপের প্রতিফলন দেখেছি, দেশের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মধ্যে দিয়ে। আমি মনে করি, অনাকাঙ্ক্ষিত, আমাদের দেশীয় সংষ্কৃতির সঙ্গে সাংঘর্ষিক নয়, এমন কিছু গ্রাফিতি সংরক্ষণ জরুরি। কারণ এই দেয়াল চিত্র বা গ্রাফিতিগুলো কিন্তু আমাদের জেগে ওঠার ইতিহাসকেই মনে করিয়ে দেবে অনন্তকাল। শিল্পের বিচারেও  এগুলো সংরক্ষণ জরুরি, কারণ, বিপ্লবের এই উত্তাল দিনের কংক্রিটের দেয়ালের গায়ে তুলির আচঁড় বাংলাদেশের শিল্পের ইতিহাসেও গুরুত্ব বহন করবে। যেভাবে আমাদের ইতিহাসের অন্যান্য আন্দোলনের সময়কালীন শিল্পকর্মগুলো আমাদের আজও প্রেরণা জোগায়, স্বপ্ন দেখায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের দেয়ালে দেয়ালে গ্রাফিতি-স্লোগান

আপডেট সময় : ১২:২৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

‘পানি লাগবে? পানি’, ‘রুখে দাও ষড়যন্ত্র’ এমন নানা স্লোগান ও গ্রাফিতিতে সাজছে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর দেয়ালগুলো।

দল বেঁধে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে তুলে ধরছেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ।

সিলেট জেলা শহরের টি.বি গেইট হয়ে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সামনের দেয়ালের অংশ প্রায় দুইশত ফুট এলাকার দেয়াল গ্রাফিতি–স্লোগানে পূর্ণ।

৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের পর শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা পরিষ্কার করার কাজে নামে ৭ আগস্ট থেকেই। দুর্বৃত্তদের চালানো ভাঙচুরের জায়গা পরিষ্কার করার পাশাপাশি দেয়াল লিখন ও মোছার কার্যক্রম যেমন চালাচ্ছেন, তেমনই নতুন করে আর্টওয়ার্ক করছেন। সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসের খালি দেয়ালে সাক্ষী দিচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলন।

ইতিহাসের সাক্ষী মুছে নতুন শিল্পকর্ম জরুরি ছিল কিনা প্রশ্নে এক কলেজ শিক্ষার্থী বলেন, আন্দোলন চলাকালে ক্ষোভ থেকে অনেককিছু লেখা হয়েছে। সেসব কিছু কিছু ক্ষেত্রে অশোভন ও রাজনৈতিক স্লোগান। ফলে আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে অধিকার নিয়ে মানুষ যেমন বাঁচবে, তেমনই আমাদের শহরটা সুন্দর দেখাবে।

বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্র আন্দোলন, আমাদের নিয়ে যাওয়া, অনাকাঙ্ক্ষিত স্থিতি আর স্থবিরতাকে শুধু প্রশ্নবিদ্ধ নয়, চোখে আঙ্গুল দিয়ে সত্যের মুখোমুখি করে, বিজয়ের পথে ধাবিত করেছে। বিপ্লব সব সময়েই আসে জনরোষের প্রবল উত্তাপের মধ্যে দিয়ে।

মডেল স্কুল এন্ড কলেজের সাবেক এক ছাত্র বলেন, সাম্প্রতিক আন্দোলনে আমরা এই উত্তাপের প্রতিফলন দেখেছি, দেশের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মধ্যে দিয়ে। আমি মনে করি, অনাকাঙ্ক্ষিত, আমাদের দেশীয় সংষ্কৃতির সঙ্গে সাংঘর্ষিক নয়, এমন কিছু গ্রাফিতি সংরক্ষণ জরুরি। কারণ এই দেয়াল চিত্র বা গ্রাফিতিগুলো কিন্তু আমাদের জেগে ওঠার ইতিহাসকেই মনে করিয়ে দেবে অনন্তকাল। শিল্পের বিচারেও  এগুলো সংরক্ষণ জরুরি, কারণ, বিপ্লবের এই উত্তাল দিনের কংক্রিটের দেয়ালের গায়ে তুলির আচঁড় বাংলাদেশের শিল্পের ইতিহাসেও গুরুত্ব বহন করবে। যেভাবে আমাদের ইতিহাসের অন্যান্য আন্দোলনের সময়কালীন শিল্পকর্মগুলো আমাদের আজও প্রেরণা জোগায়, স্বপ্ন দেখায়।