সিলেট শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষক-শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৭:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
সিলেট শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন সিলেট সরকারি মডেল স্কুল ও কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে শহরের, আরামবাগ,টিভি গেইটের কয়েকটি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে দেখা যায় তাদের।
শিক্ষার্থীরা জানান, কোটাবিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিষ্কারসহ নানা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। এছাড়া এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলমান থাকবে।
কর্মসূচিতে অংশ নেওয়া প্রধান শিক্ষক বলেন ‘সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ময়লার স্তূপে রাখা হচ্ছে।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র ছাত্রীরা প্রত্যেক রাস্তার পাশে ব্যবসায়ীদের কে রাস্তায় ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানায় ও দেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলার আহ্বান জানায়।
উক্ত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে
উপস্থিত থেকে সহযোগিতা করেন সিলেট সরকারি মডেল স্কুল ও কলেজ এর সাবেক শিক্ষার্থীরা।