সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন
- আপডেট সময় : ১০:৪২:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
সিলেটে ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ।
শনিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকতা আরো গতিশীল হবে ও সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়েনে বলিষ্ট ভূমিকা রাখবে।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সিলেট অনলাইন প্রেসক্লাবের আরও উন্নতি ও অগ্রগতি কামনা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিলেট অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গোলজার আহমদ হেলাল ও এম সাইফুর রহমান তালুকদার যথাক্রমে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।