সিলেটে ৪ ছাত্রদল নেতার বাসায় হামলা
- আপডেট সময় : ১২:৫৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :
সাবেক ছাত্রদল নেতা জাহেদ আহমদ,জালাল হোসেন,রায়হান রাফী ও মোতাহার আলীর বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে, এ সময় জালাল এর চাচার রায়হানের বাবা সহ আরো তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে, হামলাকারীরা ভুক্তভোগীদের বাসায় আসবাবপত্র ভাঙচুর সহ বাড়ির আলমারি ভেঙ্গে অর্থ লুটপাট করেছে এমনটাও জানা গিয়েছে।
শনিবার (২৩ শে মার্চ ২০২৪ইং) বিকেলে টিভিগেইট সংলগ্ন শাহী ঈদগহ এলাকায় চার ৪ ছাত্রদল নেতার বাসায় সিলেট জেলা আওয়ামীলিগ নেতারা এই হামলার চালানোর অভিযোগ করেছে ভোক্তভোগীদের পরিবার। উক্ত হামলায় আহত হয়েছেন জালাল এর চাচা সরওয়ার হোসেন, রায়হানের বাবা জাওয়াদ রহমান, জাহেদ আহমেদের মা রোকসানা বেগম ও ভাই রিংকু আহমেদ ও মোতাহার আলীর ভাতিজা নয়ন।
ভোক্তভোগীদের সাথে যোগাযোগ করলে জানায়, উল্লেখিত ছাত্রদল নেতারা বিএনপিরাজনীতির সাথে অনেক দিন ধরেই জড়িত, জালাল হোসেন হলেন সাবেক জয়েন সেটোরিক্স সিলেট মহানগর বিএনপি, জাহেদ আহমেদ হলেন সভাপতি, ১৯ নং ওয়ার্ড ছাত্রদল, মোতাহের আলী হলেন সাধারণ সম্পাদক ১৯নং ওয়ার্ড ছাত্রদল, রায়হান রাফী হলেন সাধারণ সদস্য,সিলেট মহানগর, বাংলাদেশ জাতীয় বাদী দল(বিএনপি) ক্ষমতায় না থাকার কারনে পূর্ব জোরের কারনেই এই হামলা চালানো হয়। জাতীয় নির্বাচন এর পূর্বে থেকেই উক্ত ছাত্রদল পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করা হয়েছে যাতে ওদের ছেলেরা বিএনপি বা নির্বাচন নিয়ে কোন কর্যকর্ম না করে, কিন্তু ছাত্রদল নেতারা বিভিন্ন ভাবেই তাদের কর্যকর্ম করে গেছেন দলের জন্য, অনেকদিন
ধরেই আওয়ামী লীগ নেতাদের অথিষ্ট তার কারনেই উক্ত ছাত্রদল নেতারা ঘর ছাড়া কিন্তু তার পড়ে ও তারা দলের সাথে কোননা কোন ভাবে সংযুক্ত বিভিন্ন কর্মকাণ্ড ও পূর্ব শত্রুতার কারণে তাদের বাসায় এই হামলা হয়, ঐদিন প্রায় ৪০ টি মোটরসাইকেলে নেতা কর্মীদের নিয়ে এসে উক্ত ছাত্রদল কর্মীদের বাসায় হামলা করে আওয়ামীলীগ নেতারা,উক্ত হামলায় পরিবারের বিভিন্ন সদস্যরা আহত সহ বাড়ি আসবাবপত্র ভাঙচুর ও অর্থ লুটপাট করে হামলাকারীরা। সিলেট জেলা বিএনপি সিনিয়র নেতারা এ বিষয়ে জানান যে, নির্বাচন পরবর্তী সময় থেকেই বারবার আওয়ামীলীগ নেতাকর্মীরা বিভিন্ন ভাবে বিএনপি নেতা কর্মীদের বাসায় গুপ্তা হামলা চালিয়ে যাচ্ছে এবং যা নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত, এখন তাদের পরিবার ও নিরাপত্তাহীন ভোগছে, প্রশাসনের কাছে এর প্রতিকার চায়।এ বিষয়ে জেলা আওয়ামী লীগ নেতা কর্মিরা জানায় ক্ষ্যাপা কারা এ হামলা চালিয়েছে তার সম্পর্কে কোন ধারনা নেই, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ পদার্ষক বলেন পুলিশ আর এটা জানা যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।