ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেট পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন যুব মহিলালীগ নেত্রী কেকার রহস্যজনক মৃত্যু ! মানববন্ধন কর্মসূচি স্থগিত: আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস সিলেটের কিশোর গ্যাং লিডার বুলেট মামুন সহ ৩ জন গ্রেফতার চামেলীবাগ প্রিমিয়ার লিগ ২০২৫-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত সড়ক উপদেষ্টার সঙ্গে সিলেটের ৩ কেন্দ্রীয় জামায়াত নেতার বৈঠক শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার কুখ্যাত “বুলেট মামুন” ও তার সহযোগী ০২ (দুই) জন গ্রেফতার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল এর উদ্যোগে প্রবারণা পূর্ণিমা উদযাপন সিলেটে যানজট নিরসনে টেকসই সমাধান: এনসিপির ২৭ দফা প্রস্তাবনা

সিলেটে জুলাই পদযাত্রা হবে লোকে লোকারণ্য : ব্যারিস্টার জুনেদ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

এনসিপি কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, এনসিপির সিলেট পদযাত্রা হবে লোকে লোকারণ্য। সর্বনিম্ন ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নেবেন বলে প্রত্যাশা করছি। তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি দেশে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চায়। তবে কক্সবাজারে যে ঘটনা ঘটেছে সিলেটে তা ঘটার সম্ভবনা নেই। কারণ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এক হয়ে এই পদযাত্রা অনুষ্ঠান সফল করে তুলতে ভূমিকা রাখবে।

তিনি মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সিলেট জেলা ও মহানগর এনসিপি আয়োজিত আগামী ২৫ জুলাই সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর এনসিপির মূখ্য সমন্বয়কারী খায়রুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা এনসিপির মূখ্য সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং জনগণের বিপুল সাড়া পাচ্ছেন। এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চলেছে। তবে দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ও অপপ্রচার ব্যর্থ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে বরণ করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় পদযাত্রার অংশ হিসেবে আগামী ২৫ জুলাই, শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলায় পদযাত্রা করবেন। বিকেল ৫ টায় তারা সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

এনসিপি নেতারা বলেন, নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে।

এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও পদযাত্রায় অংশ নেবেন।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা-ধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই আমরা। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা বিশ্বাস করি মিডিয়া এ পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিডিয়ার শক্তিশালী সমর্থনে ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারকে আমরা সরিয়ে দিতে পেরেছি। এবার প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- এনসিপি সিলেট জেলা যুগ্ন সমন্বয়কারী ফয়সল আহমদ, আরিফ আহমদ, আবু সাইদ, এনসিপি সিলেট মহানগরের যুগ্ন সমন্বয়কারী মোস্তাকিম আহমদ মোস্তাক, এডভোকেট আব্দুর রহমান আফজল, এনসিপি নেতা আব্দুল ওয়াদুদ শিপন, আতাউর রহমান আতা, নুরুল ইসলাম, কিবরিয়া সারোয়ার, আদনান তাইব প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জুলাই পদযাত্রা হবে লোকে লোকারণ্য : ব্যারিস্টার জুনেদ

আপডেট সময় : ০৩:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

এনসিপি কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, এনসিপির সিলেট পদযাত্রা হবে লোকে লোকারণ্য। সর্বনিম্ন ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নেবেন বলে প্রত্যাশা করছি। তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি দেশে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চায়। তবে কক্সবাজারে যে ঘটনা ঘটেছে সিলেটে তা ঘটার সম্ভবনা নেই। কারণ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এক হয়ে এই পদযাত্রা অনুষ্ঠান সফল করে তুলতে ভূমিকা রাখবে।

তিনি মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সিলেট জেলা ও মহানগর এনসিপি আয়োজিত আগামী ২৫ জুলাই সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর এনসিপির মূখ্য সমন্বয়কারী খায়রুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা এনসিপির মূখ্য সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং জনগণের বিপুল সাড়া পাচ্ছেন। এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চলেছে। তবে দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ও অপপ্রচার ব্যর্থ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে বরণ করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় পদযাত্রার অংশ হিসেবে আগামী ২৫ জুলাই, শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলায় পদযাত্রা করবেন। বিকেল ৫ টায় তারা সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

এনসিপি নেতারা বলেন, নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে।

এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও পদযাত্রায় অংশ নেবেন।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা-ধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই আমরা। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা বিশ্বাস করি মিডিয়া এ পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিডিয়ার শক্তিশালী সমর্থনে ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারকে আমরা সরিয়ে দিতে পেরেছি। এবার প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- এনসিপি সিলেট জেলা যুগ্ন সমন্বয়কারী ফয়সল আহমদ, আরিফ আহমদ, আবু সাইদ, এনসিপি সিলেট মহানগরের যুগ্ন সমন্বয়কারী মোস্তাকিম আহমদ মোস্তাক, এডভোকেট আব্দুর রহমান আফজল, এনসিপি নেতা আব্দুল ওয়াদুদ শিপন, আতাউর রহমান আতা, নুরুল ইসলাম, কিবরিয়া সারোয়ার, আদনান তাইব প্রমূখ।