সিলেটে খালেদাজিয়ার সুস্হতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
- আপডেট সময় : ০১:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
গত ১৫ আগষ্ট বৃহস্পতিবার ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সফল প্রধানমন্ত্রী, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদাজিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী।
গতকাল ১৬ আগষ্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদাজিয়ার সুস্হতা, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও জ্যেষ্ঠ্য পুত্র তারেক রহমানের সুস্থভাবে দেশে প্রত্যাবর্তন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্হতা কামনায় সিলেট মহানগরস্হ ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাদ মাগরিব ঝেরঝেরীপাড়া জামে মসজিদে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এতে দোয়া পরিচালনা করেন ঝেরঝেরীপাড়া জামে মসজিদের ঈমাম হাফিজ মাওলানা মাকসুদুর রহমান। দোয়ার প্রারম্ভে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান ও ঝেরঝেরীপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস হবিগঞ্জী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝেরঝেরীপাড়া জামে মাসজিদ কমিটির সদস্য ফয়জুল ইসলাম চৌধুরী, ঝেরঝেরীপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী মুশফিক উস সামাদ চৌধুরী, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক, বদরুজ্জামান জামান, ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, যুগ্ম সম্পাদক আব্দুল হক সুন্না, যুক্তরাজ্য বিএনপির সদস্য কিশোয়ার আহমদ জাকি, ছাত্র বিষয়ক সম্পাদক রাহাত খান মুন্না প্রমূখ।
এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।